আরাফাত নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থ সহ)
আরাফাত একটি খুব সুন্দর নাম। আমাদের দেশে মূলত ছেলেদের এই নাম রাখা হয়। আরাফাত নামটি মূলত ইসলামী শরীয়ত থেকে এসেছে। ইসলামী শরীয়তের পরিভাষায় আরাফাত শব্দের অর্থ জ্ঞানের জায়গা। আমাদের দেশ ছাড়াও বিশ্বের প্রতিটি মুসলিম দেশে এ আরাফাত নামটি বেশ প্রচলিত রয়েছে। আসুন আজ জেনে নিই আরাফাত নামের অর্থ কি?( বাংলা,আরবি অর্থ সহ)
আরাফাত নামের অর্থ কি?
আরাফাত (عرافة) নামটি খুব সুন্দর ও আধুনিক একটা নাম। এই নামটি মূলত ইসলামী শরীয়ত থেকে এসেছে। আরাফাত নামের অর্থ পরিচিত ব্যাক্তি, খলিল,পরিচয় স্থান । এছাড়াও আরাফাত নামের আভিধানিক অর্থ হলো “জ্ঞানের জায়গা”।
আরাফাত নামের আরবি অর্থ কি?
প্রাচীন আরবি ভাষা থেকে মূলত আরাফাত (عرافة) নামটি এসেছে। আরাফাত শব্দটি মূলত আরবি শব্দ। আরাফাত শব্দের অর্থ জানা, চেনা, পরিচয় লাভ করা, অবহিত হওয়া, স্বীকার করা, স্বীকৃতি দান করা ইত্যাদি। ইসলামী শরীয়তে পবিত্র মক্কা নগরীতে আরাফাত নামের একটি ময়দান রয়েছে। জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফাতের দিন। আরাফাতের ময়দান পবিত্র মক্কা নগরী থেকে ১৩-১৪ কিলোমিটার পূর্বে জাবালে রহমতের পাদদেশে হেরেমের সীমানার বাইরে অবস্থিত।
- আরো দেখুন…
আরাফাত কি ইসলামিক নাম?
আরাফাত নাম টি একটি ইসলামিক নাম। এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। আরাফাত শব্দটি মূলত আরবি শব্দ থেকে এসেছে। আরাফাত নামের ইসলামিক অর্থ পরিচিত ব্যাক্তি, খলিল,পরিচয় স্থান ,জ্ঞানের জায়গা। আরাফাত নামটি ছেলেদের নাম। বাংলা ও আরবি অর্থ অনেক সুন্দর। এছাড়াও এটি একটি আধুনিক নাম। বাংলা ও আরবি অর্থ সুন্দর ও ইসলামিক নাম হওয়ার ফলে আপনারা আপনাদের ছেলের নাম আরাফাত রাখতে পারেন।
চলুন দেখে নেওয়া যাক আরাফাত দিয়ে আরো কিছু সুন্দর সুন্দর নাম।
আরাফাত সানি
আরাফাত রহমান
আরাফাত হোসেন
আরাফাত মজুমদার
ইয়াসির আরাফাত
আরাফাত বিন জামিল
জহির আরাফাত
আরাফাত আহমেদ
কায়সার তুষার আরাফাত
আবদুল্লাহ আল আরাফাত
আরাফাত বিন জাহিন
ফারিমা বিনতে আরাফাত
শমসের আলী আরাফাত
আরাফাত আলি
আলি আকবর আরাফাত
মেহেদী হাসান আরাফাত
রায়হান আরাফাত
আবীর আরাফাত
সন্তান কে সুসন্তান হিসেবে গড়ে তোলা যেমনি মা-বাবার দায়িত্ব ও কর্তব্য। তেমনি সন্তানের অর্থসহ সুন্দর নাম রাখাও মা বাবার দায়িত্ব ও কর্তব্য ।আমরা আশা করি, লেখাটি হবু পিতামাতাকে তাদের অনাগত সন্তানের সুন্দর ও ইসলামিক নাম রাখতে সাহায্য করবে।