Assignment

আলিম ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা ও ইংরেজি প্রকাশিত

দেশের সরকারি-বেসরকারি উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসাসমূহের আলিম দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য আলিম ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা ও ইংরেজি প্রকাশিত হয়েছে। এই সপ্তাহে মাদ্রাসার আলিম স্তরের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি দ্বিতীয়পত্র থেকে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। আলিম ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা ও ইংরেজি বিস্তারিত দেখুন ও পিডিএফ ডাউনলোড করুন।

শিক্ষার্থীরা এসাইনমেন্ট উল্লেখিত নির্ধারিত নিয়মাবলী অনুসরণ করে আলিম ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা ও ইংরেজি সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট স্বাস্থ্য বিধি অনুসরণ করে জমা দিবে।

দেশের সরকারি-বেসরকারি উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসাসমূহের আলিম দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য আলিম ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা ও ইংরেজি প্রকাশিত হয়েছে। এই সপ্তাহে মাদ্রাসার আলিম স্তরের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি দ্বিতীয়পত্র থেকে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।

আলিম ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা ও ইংরেজি পিডিএফ ডাউনলোড করুন

আপনি পছন্দ করতে পারেন-

  1. এইচএসসি পরীক্ষা ২০২২ দ্বাদশ শ্রেণি প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
  2. ২০২২ এসএসসি পরীক্ষার্থীদের ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট

শিক্ষার্থীরা এসাইনমেন্ট উল্লেখিত নির্ধারিত নিয়মাবলী অনুসরণ করে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট স্বাস্থ্য বিধি অনুসরণ করে জমা দিবে।গত ১৩ জুন মাদ্রাসার আলিম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলিম ২০২২ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা, পৌরনীতি, অর্থনীতি ও পদার্থ এবং ১৮ জুন আলিম পরীক্ষা ২০২২ দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়।

এর ধারাবাহিকতায় ২৪ জুন ২০২৪ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য তৃতীয় সপ্তাহের নির্ধারিত কাজে বা এসাইনমেন্ট সমূহ প্রকাশ করে।

আলিম ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট

করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকায় মাদ্রাসার আলিম দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন এর জন্য ধারাবাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশ প্রক্রিয়ায় তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা প্রশ্নপত্র এবং ইংরেজি দ্বিতীয়পত্র থেকে দুটি আলাদা আলাদা নির্ধারিত কাজ দেয়া হয়েছে।এই সপ্তাহে আলেম দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ১৮ নম্বরের এসাইনমেন্ট এবং ইংরেজি প্রথম পত্রের ২০ নম্বরের এসাইনমেন্ট দেয়া হয়েছে।

আলিম ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা দ্বিতীয় পত্র

তৃতীয় সপ্তাহে মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত প্রশ্নের আলোকে প্রমিত বাংলা উচ্চারণের নিয়ম গুলো ও প্রমিত উচ্চারনের যেকোনো রচনা গদ্য বা কবিতা পাঠ করে অ্যাসাইনমেন্ট করতে দেয়া হয়েছে।

এর আগে প্রথম সপ্তাহে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র থেকে ‘অপরিচিতা’ গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ সংক্রান্ত এসাইনমেন্ট দেয়া হয়েছিল।এই সপ্তাহের শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্র থেকে নির্ধারিত কাজটি সম্পন্ন করবে। নিচে বাংলা দ্বিতীয় পত্র তৃতীয় সপ্তাহের এসাইনমেন্ট ছবিতে এবং বিস্তারিত উল্লেখ করা হলো।

 

bangla

 

শ্রেণী: আলিম দ্বিতীয় বর্ষ, বিষয়ঃ বাংলা ২য় পত্র, অ্যাসাইনমেন্ট নং-২, সর্বমোট মার্কঃ ২০;

অ্যাসাইনমেন্টঃ ব-ফলা, ম-ফলা ও য-ফলার উচ্চারণ সূত্র এবং গদ্য কবিতা থেকে বাছাইকৃত ফলা যুক্ত শব্দের উদাহরণ।

অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা ( সংকেত/ধাপ/পরিধি):
১. ব-ফলার উচ্চারণ সূত্র লেখা। ২. পুনবিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে ব-ফলা যুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা।

৩. ম-ফলার উচ্চারণ সূত্র লেখা। ৪. পুনবিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে বাছাই করে উচ্চারণ লেখা।

৫. য-ফলার উচ্চারণ সূত্র লেখা। ৬. পুনর্বিন্যাসের গদ্য কবিতা থেকে য-ফলা যুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ সহ লেখা।

অ্যাসাইনমেন্ট মূল্যায়নের শিক্ষার্থীরা ০ থেকে ৬ নম্বর পেলে অগ্রগতি প্রয়োজন, ৭ থেকে ১০ নম্বর পেলে ভালো, ১১ থেকে ১৪ নম্বর পেলে উত্তম, এবং ১৫ থেকে ১৮ নম্বর পেলে অতি উত্তম হিসেবে চিহ্নিত হবে।

বাছাইকরা নমুনা প্রশ্নের উত্তর:ব-ফলা ম-ফলা ও য-ফলা উচ্চারণ সূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকরা ফলাযুক্ত শব্দের উদাহরণ

আলিম ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংরেজি ২য় পত্র

তৃতীয় সপ্তাহে আলেম দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের সাথে ইংরেজি দ্বিতীয়পত্র পাঠ্যবই থেকে একটি এসাইনমেন্ট দেয়া হয়েছে। এর আগে দ্বিতীয় সপ্তাহে আলিম দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র থেকে Write (in English) about a Bangla or English short story that you have read.দেয়া হয়েছিল।

এর ধারাবাহিকতায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত মাদ্রাসার আলিম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি দ্বিতীয়পত্র থেকে 16 নম্বর এর একটি এসাইনমেন্ট দেয়া হয়।এই সপ্তাহের শিক্ষার্থীরা অনলাইন ক্লাস এবং ক্যাম্পাসে ক্লাস করার মধ্যে তফাৎ করে ৩০০ শব্দের একটি প্রতিবেদন লিখবে।

প্রতিবেদনটি লেখার সময় শিক্ষার্থীরা মূল্যায়ন রুবিকস বা পারফরম্যান্স ক্রাইটেরিয়া (অর্গানাইজেশন, ভোকাবুলারি, গ্রামার, ও প্রেজেন্টেশন) অনুসরণ করবে। ক্রাইটেরিয়া গুলো যথাযথ ভাবে সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীরা অতি উত্তম হিসেবে চিহ্নিত হবে।

নিচের ছবিতে মাদ্রাসা আলিম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংরেজি দ্বিতীয় পত্র দেওয়া হল এবং এর নিচে বিস্তারিত উল্লেখ করা হলো।

 

english

 

english-2

Class: Alim 2nd year, Subject: English 2nd paper, Total mark: 18, Assignment number: 2,

Assignment: write an essay on difference between “online class and in campus class”

Steps, instructions and scope of writing assignments: 1. Write within 30 words, 2. You have to include (a. Introduction, b. What to online and in campus class means, c. The emergence of an campus class during, d. pros and cons of Campus and online classes, e. Share your experience during covid-19 pandemic as examples, g. consolation)

Topic and learning outcomes of these assignments: learners will able to write about two differences type of learning patterns, will be able to use contrasting sentence connector and cohesive device, will be able to use references of personal experiences.

বাছাইকরা নমুনা প্রশ্নের উত্তর:

write an essay on difference between “online class and in campus class”

নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক নিবন্ধ রচনা কর

অপরিচিতা’ গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ

 

এছাড়াও সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। এ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য পরামর্শ প্রয়োজন হলে তা আমাদের কমেন্টে জানান।

 

 

Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close