আবির নামের অর্থ কী ? জেনে নিন (আরবী, বাংলা ও ইংরেজি অর্থ )
আবির নাম এবং নামের অর্থ নিয়ে অনেকের মাঝেই একরকম ভুল ধারণা বিদ্যমান আছে। অজ্ঞতাবশত অনেকেই ধারণা করেন আবির নামটি বিধর্মী বিশেষত সনাতন ধর্ম থেকে আগত। আশা করা যায় এমন ভ্রান্ত ধারণার অবসান ঘটাবে আজকের লেখাটি।
ধর্মীয় অসচেতনতাবশত অনেক পিতামাতাই সন্তানের নামকরণে অর্থের গুরুত্ব তেমন উপলব্ধি করতে পারেন না। অনেকে আবার আরবি শব্দ হলেই বর্তে যান কিন্তু আরবি শব্দ মানেই ইসলামিক নাম নয়। অথচ যে কোন মুসলমান সন্তানের পরবর্তী জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য নামের সাথে প্রতিফলিত হয় অনেক সময়ই। আর শেষ বিচারের পুনরুত্থানে যেহেতু হাশরের মাঠে আল্লাহ তাআলা পিতামাতা প্রদত্ত নামেই ডাকবেন, তাই সন্তানকে ইসলামিক নাম দেয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অতীব গুরুত্বপূর্ণ।
আবির নামের অর্থ কী?
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আবির নাম প্রচলিত থাকায় অনেকেরই ধারণা এটা বুঝি হিন্দুয়ানী নামই। তবে তার কোন ভিত্তি নেই। আবির শব্দটি এসেছে প্রাচীন আরবি ভাষা থেকে। আক্ষরিক অর্থে আবির শব্দের মানে অতিক্রম, ভ্রমণ।
আবির নামের আরবি অর্থ
প্রাচীন আরবি ভাষায় আবির শব্দটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সাধারণত ছেলেদের নাম হিসেবেই আবির নামটি রাখা হয়, খুবই বিরল কিছু ক্ষেত্রে মেয়েদের নাম আবির দেখা যায়। আবির নামের আরবি অর্থ সফল বা বিজয়ী।
আক্ষরিক অনুবাদ যেহেতু অতিক্রম অর্থাৎ যে কোন প্রতিযোগিতায় অন্য প্রতিযোগীদের অতিক্রম করে যাওয়াই তো বিজয়ী হওয়া। তাই দুটো অনুবাদই রূপকার্থে সম্পর্কিত বলা যায়।
হ্যাঁ, নিশ্চয়ই আবির একটি আরবি নাম এবং এ নামের অর্থ বিজয়ী বা সফল।
আবির নামের বাংলা অর্থ
যদিও আবির শব্দের আদি উৎপত্তি আরব ভাষায়, তবুও ভারতীয় উপমহাদেশে আবির শব্দটি বেশ প্রচলিত প্রায় দেশী শব্দ হিসেবেই। দেশী শব্দ এজন্যই বলা কেননা আবির শব্দের অর্থ বাংলায় সম্পূর্ণ ভিন্ন আরবি থেকে৷
ডিকশনারি অনুযায়ী, আবির নামের বাংলা অর্থ সুবাস, শক্তিশালী। এক ধরণের সুবাসিত রঙিন গুড়ো পাউডারকেও আবির বলা হয়।
তবে আরবি ভাষার শেকড় অনুযায়ী অনুবাদ করলে আবির নামের বাংলা অর্থ দাড়ায় সফল বা বিজয়ী।
আবির নামের ইংরেজি অর্থ
ব্রিটিশ ডিকশনারি অনুযায়ী আবির নামের ইংরেজি অর্থ বাংলা আবিরকেই নির্দেশ করে। অর্থাৎ আবির নামের ইংরেজি অর্থ Aroma, Strong ইত্যাদি।
আবির কি ইসলামিক নাম
শুধু আরবি শব্দ হলেই কিন্তু তাকে ইসলামিক নাম বলা যায় না। আরবি ভাষায় পারদর্শী কোন আলেমের সাথে পরামর্শ করে নামের অর্থ আগেই জেনে নেয়া উচিত। কেননা আরবি শব্দ হওয়ার সাথে সাথে শব্দটি অর্থগত দিক থেকে উত্তম কোন গুণাবলীর নির্দেশ থাকা ইসলামিক নামের পূর্বশর্ত। এছাড়া আরব ইতিহাসও কিছুটা ঘেঁটে দেখা উচিৎ সন্তানের নাম রাখার পূর্বে৷ উক্ত নামের বিখ্যাত মানুষদের ইতিহাস জানা থাকলে নামের তাৎপর্যে তারতম্য ঘটতেই পারে।
যেহেতু আবির একটি আরবি শব্দ এবং অর্থগত দিক থেকে বিজয়ী / সফল ইত্যাদিকে উত্তম শ্রেণীতেই ফেলা যায়, সুতরাং আবির নামটিকে প্রকৃত অর্থে একটি ইসলামিক নাম হিসেবে অভিহিত করা যায়।
আবির দিয়ে কিছু সুন্দর নাম
আবির নামটি বাংলাদেশ এবং ভারতেও বেশ প্রচলিত এবং জনপ্রিয়। প্রচুর সংখ্যক বাবা-মা সন্তানের নাম হিসেবে আবির নামটি পছন্দ করে থাকেন। শুধু আবির নিক নেম হিসেবেই প্রচুর জনপ্রিয়। ফার্স্ট নেম এবং লাস্ট নেম হিসেবেও আবির ব্যবহারে কমতি নেই আজকাল।
চলুন দেখে নেয়া যাক আবির দিয়ে কিছু সুন্দর নাম,
(ফার্স্ট নেম হিসেবে)
- আবির হাসান
- আবির খান
- আবির চৌধুরী
- আবির মাহমুদ
- আবির আকবর
- আবির আয়মান
- আবির সিদ্দিকী
- আবির খন্দকার
- আবির তালুকদার
- আবির মিঞা
- আবির আহসান
- আবির হক
- আবির মাহফুজ
- আবির অভি
- আবির আহমেদ
- আবির পিয়াস
- আবির মল্লিক
- আবির আসগর
- আবির হোসেন
- আবির রহমান
- আবির আফতাব
- আবির মাহতাব
- আবির হাওলাদার
- আবির সরকার
- আবির বিশ্বাস
- আবির শেখ
- আবির মুন্সী
- আবির চাকলাদার
- আবির মন্ডল
- আবির হামজা
- আবির ইসলাম
- আবির হক
- আবির লোহানী
- আবির ভুইঞা
- আবির নোমান
- আবির ইসলাম
- আবির শিকদার
- আবির ইকবাল
- আবির হাফিজ
- আবির মীর্জা
- আবির মাকসুদ
- আবির হামিদ
- আবির মীর
- আবির মোস্তফা
- আবির শামস
- আবির সোহেল
(লাস্ট নেম হিসেবে)
- আহমেদ আবির
- আলী আবির
- হাসান আবির
- জসিম আবির
- জাহান আবির
- আল আবির
- শামস আবির
- রহমান আবির
- আফতাব মল্লিক আবির
- আফতাব আবির
- চৌধুরী আবির
- নোমান আবির
- সৈয়দ আবির
- আহমেদ আবির
- হোসেন আবির
- সরকার আবির
- প্রিন্স আবির
- ভুইঞা আবির
- খান আবির
- শেখ আবির
- আহসান আবির
- মুন্সী আবির
- মীর আবির
- মির্জা আবির
যেহেতু নাম মানুষের পরবর্তী জীবন এবং আখিরাতের অনন্ত জীবনকেও প্রভাবান্বিত করে, তাই সন্তানের সঠিক ইসলামিক নাম রাখা সকল পিতামাতার নৈতিক দায়িত্ব। আশা করি, আমাদের লেখাটি সে দায়িত্ব পালনে সহায়তা করবে।